সিঁড়ি
মিথ্যে বলিনি কিছুই
যাকিছু পরম সত্য যুক্তি ও
তর্কের বাহির তাই নিয়েই
চুলচেরা বিশ্লেষণ ; উপায়ান্তর
খোঁড়াখুঁড়ি, ঘাটাঘাটি পথ... আপাদমস্তক সব সত্য জেনেই
তোমাকে দিয়েছি ছুঁড়ে
দৃষ্টি নন্দন নতুন এক
কথার উপমা,বেদনার শ্লোক!
আঁকো জীবন ছবি
কেননা, কবিতা কেউ পড়েনা।
দুরূহ, দুঃসাধ্য বলে কবিও
বিমুখ আজ অনন্ত শব্দ চয়নে।
এই ভিত ভাঙতে হবে
বানাতে হবে নতুন সিঁড়ি ;
যেখানে তরতর করে
মই বেয়ে ওঠে যাবেন কবি
শুনাবেন অমর কবিতা।
তর্ক নয়, চলো তুমি আমি
বানাই সেই সিঁড়ি!
কবিতাকে বলি স্বাগতম...
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন