ভারতবর্ষ
দশটা টাকা বেশি দেবেন বাবু ?
জোর করছি না, সাহায্য চাইছি ৷
জাত কি তোর ?
জানি না বাবু, শুধু জানি বাপ-মা খেদানো ৷
দশটা টাকা বেশি দিন না বাবু ,
আজকাল যে আয় খুব কম ৷
পোয়াতি বউটা না খেয়ে আছে ,
দেবেন বাবু ? সাহায্য ?
তোর বউয়ের জাত কি ?
হবে কিছু একটা ৷ দেবেননি ?
টাকা বুঝি জাত চেনে !
সকাল থেকে ঘুরতেছি, রক্ত চাই দু বোতল ৷
বউটার বাচ্চা হবে বাবু ৷
ডাক্তারবাবু বলেছেন রক্ত নাকি রেয়ার ,
মুখপুড়ির কান্ড দেখেন ,
খেতে পায় না তার রক্ত রেয়ার !
ধর্ম কি তোর ?
আচ্ছা বাবু, রেয়ার মানে কোন রক্ত ?
ইস্পেশাল রক্ত বুঝি ?
রং কেমন ? লাল নয় ৷ ভেন্ন বুঝি ?
তাই বুঝি মেলে না ?
রক্তও বুঝি ধর্ম চেনে !
ধর্ম জানিস না, জাত জানিস না ,
তুই কি মানুষ ? এসব ছাড়া বাঁচা যায় ?
জানিস না ? হারামজাদা !
বেঁচে তো ছিলাম বাবু অ্যাদ্দিন ,
বাপ-মা ছাড়াই তো ফুটপাতে বাঁচলাম ,
বৌটাও তাই, বিয়াও করলাম ৷
তা জাত-ধর্ম না লিখলে বুঝি রক্ত নাই ?
তবে লিখ্যে দ্যান খাতায় -
জাত আস্তাকুঁড়ি, ধর্ম গরীবিয়ানা ৷
কর্ম মানুষ টানি, জাতধর্ম খোঁজ করিনা,
এই টানারিক্সা আমার দ্যাশ,
আমার ভারতবর্ষ ৷৷
1 মন্তব্যসমূহ
"এই টানারিক্সা আমার দ্যাশ," ..সাংঘাতিক,
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন