দীপঙ্কর বেরা














বদলে যাওয়া মুখ 




বদলাতে চাইলেও
বদলানো যায় না,
অভ্যাস পুরনো আঁকড়ে
দাঁড়িয়ে থাকে গাছ পাথরে;
তাকে ঝাড়ে বংশে উচ্ছেদ করে
নতুন জামা পরানো
অত সহজ না।
জমে থাকা ধুলোর বয়সে
অনাদি অনন্ত ছাপ,
মাটি খুঁড়ে আলো বাতাসে
নতুন চারার মুখ,
আর সেই পথেই
আগামীর জন্ম বৃতান্ত।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ