সুকান্ত চক্রবর্তী




পরিযায়ী 




ঠিকানা খুঁজে পাওয়া
আর না পাওয়ার মাঝে
ভেসে থাকে দুটি ডানা --
ইছামতী ? তুমি কি কখনও ঠিকানা খুঁজে পেয়েছ ?

আমি পাই নি!
আমার সমস্ত আকাশ জুড়ে ভেসে থাকে
পরিযায়ী ডানা
নীচে বয়ে চলে সময় , সৃষ্টি , সভ্যতা
ইছামতী বল ? আমাদের কি কোন ঠিকানা হয় ?





সুকান্ত চক্রবর্তী সুকান্ত চক্রবর্তী Reviewed by Pd on ডিসেম্বর ১৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.