ইন্দ্রানী সরকার

indrani










বারণ
                                                       
বলতে চাইলে বলতে পারো কথা 
বারণ কিছু কোনটাতেই নেই 
বেখেয়ালের খেয়ালবশে কত 
ভাবনা থাকে আপন মনেতেই

তার চেয়ে বল বেশ তো চুপ চাপ 
উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে দেই 
কথার ঘাড়ে কথা পড়ে না আর 
মাথা আছে মুন্ডু কেবল নেই

চোখ নেই মোর অন্ধ বোবা কালা
লক্ষ্য যদিও সব সময়েই রাখি
বাইরে খালি লোক দেখানি চুপ
ভেতর ভেতর প্ল্যান কষতে থাকি

আমার নেই মোসাহেবের দল 
একলা কলম চলছে ছুটে জোরে 
প্রজাবিহীন আমার রাজ্যপাট 
কলম ছেড়ে শিং নিয়ে যাই তেড়ে।


ইন্দ্রানী সরকার ইন্দ্রানী সরকার Reviewed by Pd on ডিসেম্বর ১৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.