তৈমুর মল্লিক

আশার খেলাঘর 

সুখের কাব্য রচনার আশে
কতনা পথ দিয়েছি পাড়ি
অচেনা স্কন্ধে তোমার ছন্দে
গড়েছি শেষে আপন বাড়ি ।।

মন্থর নয় অচিন্ত পথে
সোহাগী তিথি হাঁসবে বলে
চামেলি বনে চলতে গিয়ে
পৃথক মনে বলগা চলে ।।

নির্বোধ পালা সুরেলা মনে
হয়তো বসে গাইবে গান
তোমাতে এই পবন কাব্য
সারথি হবে রাখবে মাণ ।।

আমার হেলা লালিত সুখে
যাপিত হবে রাতের বেলা
যামিনী রবে সূর্যের সাথে
কামিনী হবে চন্দ্রের খেলা ।। 
তৈমুর মল্লিক তৈমুর মল্লিক Reviewed by Pd on নভেম্বর ২৭, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.