হিজিবিজি
দরজা নেই, সুতানলি
সাপের জন্যে কোন
প্রবেশচিহ্ন, সীমানা?
কব্জি থেকে
মধ্যমাঙুল দিয়ে মাপা
দৈর্ঘ প্রস্থ উচ্চতার
শরীর, তুতানখামেনের
কফিন নয়,
'কাস্ক অব অ্যামন্টিলিডো!'
সময় এখনও আসেনি
আঙিনাবিহীন এই ঘর, মেরুরাত্রিকালে
জাগা ছেঁড়াফাটা আলোর মতন এক ঘোর!
মোমের শিড়দাঁড়া নিয়ে লেপ্টে রয়েছি
কড়িকাঠ ধরে! ইচ্ছে তো অনেক থাকে-
ছুটে যাওয়া যেতো যদি
নিরক্ষমণ্ডলের দিকে, তোমার বাগানে!
অলিভের ঝোপে, শৌখিন যাদুদেহে
শুয়ে আছো রাখালের বেশে
বলেছো অনেকবার, শুনেছি আমিও, ফের
কবে এক হবো! নক্ষত্রবদল হয়, রতিছবি
মহাকাশে ঘোরে...
আমিতো চেয়েছি যেতে কতবার!
বলেছিও, জংলিঘাসের দেশে আসছি,
এবারই দেখা হবে--
আয়ুপাতা বোঁটা ধরে ঝুলে থাকে!
এখন তো নয়! অন্তরা, সময় এখনও আসেনি
সাঈদা মিমি
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন