আকাশপ্রদীপ আলোর কোলাহল নামানো রাত নক্ষত্র মায়ায় স্বয়ম্বরা ওই আকাশ দৃশ্যপটে রোহিণী, অঙ্গীরা, স্বাতী, লুব্ধকের সাজিয়ে রাখা উজ্জ্বলতায় সম্ভ্রান্ত কিছু রঙ আলোর প্রস্তাবে কার্তিকের আকাশে জ্বলে ওঠে আকাশপ্রদীপ ...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন