জ্বালতে যদি পারো
লাল নীল ওই শখের বারুদ
আর কিছুটা চোখের খিদে,
চড়চড়িয়ে চড়ছে পারদ
নেশার গড়ন উলটো সিধে।
রাত বাড়লেই আধখাওয়া সুখ
মিঠে কড়ায় ঝকমকানো,
মোচ্ছবের ওই জ্বলজ্বলে মুখ
শুধুই কি আর সং সাজানো?
আজ যেও না অন্ধকারে,
নিভন্ত ওই চুলার পাশে-
জ্বলন্ত ওই খিদের ঘরে
আতস ফোটে বারোমাসে।
তবুও যদি জ্বালতে পারো
সূর্য-অালো তোমার চোখে,
সেই আলোতেই জ্বলবে কারো
নিভন্ত সুখ,রিক্ত বুকে।
দর্শনা বোস
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন