সত্যময় উজ্জ্বল

ujjal














পরিত্যাক্ত আমি




যা ছিল আমার জমি জিড়াত
সবই নিলে কেড়ে
বাকী আছে একটু শেষ সম্বল
মাথা গোজার ঠাঁই
তাও নিতে আসছ তুমি তেড়ে।
আমি অধম চরম অধম
যাবার জায়গা নাই।
তাইতো আমি বাংলা মাকে
আকড়ে ধরে একটু বাঁচতে চাই।
মিলেছে আমার অনেক প্রাপ্তি
হিন্দু বলে পাকিরা দিয়েছে
শত্রু বলে স্বীকৃতি।
আর দেশটা যখন স্বাধীন হল
আনন্দ অশ্রু আমার গড়িয়ে গেল।
ভেবেছিলাম মিলবে এবার
আমার সম্মানজনক কিছু প্রাপ্তি
হায়রে অধম মিলনাতো কিছুই
পেলাম শুধু পরিত্যাক্ত বলে স্বীকৃতি।



সত্যময় উজ্জ্বল সত্যময় উজ্জ্বল Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.