স্বর্ণদ্বীপ চ্যাটার্জী




















Multilingual




তিনখানা ভাষা,

আমার ধূসর-বস্তু নিয়ে লোফালুফি
খেলতে খেলতে
প্রশ্ন করে,
বলো, বলো, আমরা – তো তিনজন
কে তোমার সবচেয়ে কাছে?
কামাতুর, লেকে পা ভিজিয়ে বসে থাকা
ঐ মেয়েদের মত আমি বলে উঠি-
তোরা তিনজন –ই
আমার বন্ধু, এতও ভাল !
এসব প্রশ্ন কেন করিস?
বারবার ;
আকারে- ইঙ্গিতে অথবা
নিজস্ব কমোডে
প্রশ্ন কিন্তু সেই ফিরে আসে।

বন্ধু তিনজনেই।
অথচ খেয়ালবশে ফ্লার্ট... সেটা
বহু ভালো লাগে।
মেয়ে নিয়ে করিনা তো, কী হয়েছে তবে?
ওরা তিন অতঃপর ভবিষ্যৎ হবে।

এদিকে ভবিষ্যৎ দু-মুখো না।
আর তিন? নয়-ই ।
নন্দনে তুমি- তুমিই
আইফেলে অন্যঃ  এ ভয়-ই
মাথার ভেতরে সব দুমড়ে-মুচড়ে ভাঙে ভাষা।
“গ্লোকাল” কি হয় কিছু?
জানি না। আশায় বাঁচে চাষা।




স্বর্ণদ্বীপ চ্যাটার্জী স্বর্ণদ্বীপ চ্যাটার্জী Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.