শুনছ কি ?
বৃষ্টির ঝুম গয়না পোরো অই দু চোখে
খুলে এত নাই বা গেলে ত্বকের সোনায়
জরি নয় জামদানীতে গোলাপ রেখ
ঠোঁটের কাজে চূড়ান্ত সেই সিডাকশান
ঋজুরেখ কপাল এঁকো তিলোত্তমা
শিউলি বোঁটার আদর দিয়ো রুজ দুগালে
শরত তোমার দুই মুঠিতে বন্দী নদী
ডুবতে আসে বিশ্বনিখিল সাঁতার ভুলে
অন্তরে কোন একলা মানুষ গভীর জলে
শূন্য থেকে পারিজাতের গন্ধ লেখে
উৎসারিত মুক্তো জানে ঝিনুকখানি
যন্ত্রনা কোন বালির দানায় ঝিকিয়ে ওঠে
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন