নির্মাল্য বিশ্বাস

nirmallo













অন্তর্লীন



সুজাতাকে ভালবাসিনি কখনো ;
আমাকেও ভালবেসেছিল কি সুজাতা?
শুধু জেনেছিলাম ও পাহাড় ভালবাসে
আর আমি সমুদ্র!

সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা মাপতে বুঝেছিলাম
ভালো লাগার দূরত্ব বিশ হাজার ফুট ছাড়ালে
বিপরীতের মানুষটাকে ভালবাসা যায় না।

রুকস্যাক কাঁধে যে মেয়েটা ছুটত পাহাড়ে,
তার পিছনে ছুটতে ছুটতে আমিও জেনেছি
বরফের পাহাড়ও কখনো ডুবে যায় সমুদ্রে।

যেদিন সুজাতার দেহটা ঢেকে গেল বরফের চাদড়ে,
আর ওর শরীর মাড়িয়ে
আমি শৃঙ্গ জয় করতে গেলাম,
সেদিন কোথাও যেন ভূকম্প হয়েছিল।

পাহাড়কে ভালোবাসতে পারিনি আজও
আমার চোখে সুজাতাই পাহাড় হয়ে গেছে।
পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখতে পাই না আর,
শুধু সুজাতার চোখ দুটো দেখি।
কেন জানি মনে হয় -
ভূকম্পের আগেও হিমালয় ডুবে ছিল
টেথিস নামের অগভীর সমুদ্রে।



নির্মাল্য বিশ্বাস নির্মাল্য বিশ্বাস Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.