আগন্তুক














নিরুদ্দেশের সম্বন্ধে ঘোষণা 



আদালতের রায়ে
আজ দকান-স্থাবর-অস্থাবরের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে
বিশেষ সংবাদদাতা দ্বারা জানা গিয়েছে,
কাঁটাতার পেরনো রিফিউজিকে পুনর্বাসিত করা হচ্ছে নো ম্যান্‌স ল্যান্ডে...
সরকারি ও বেসরকা্রি নিয়মানুযায়ী,
সঙ্গে একটি লোটা, কম্বল আর চিরকুট দেওয়া হবে,
লঙ্গরখানার থালা দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের না;

পরিচয়পত্রহীন হওয়ায় উক্ত উদবাস্তুকে
ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দণ্ডিত করে
দোকান সমেত উৎখাত করার হুলিয়া জারি হয়েছে,
আগামিকাল বেলা তিনটে তিরিশ মিনিটে শাস্তিদানের সময় মঞ্জুর করেছেন
মহামান্য আদালত।
সুস্থ নাগরিকবৃন্দ এই ঘোষণাকে এবং পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বিশেষ সংবাদদাতা দ্বারা সদ্য জানা গিয়েছে,
দকান-স্থাবর নিলামের চুক্তিপত্রে টিপছাপ দেওয়ার অনতিকাল বিলম্বেই
উক্ত রিফিউজি অনুদানের লোটা-কম্বল-চিরকুট না নিয়েই নিরুদ্দেশ হয়েছেন;
আপাতত, নিলাম সংবাদ শেষ হলো।

এবার নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা
নিরুদ্দেশ হওয়ার সময় পরনে ছিলো তামাটে রঙের পোশাক,
পরিভাষায় চামড়া;
শনাক্তকরণ চিহ্ন... বুকের বাঁ দিকে একটি গোল গর্ত আছে,
পাঁজরের হাড় নেই।

খবর শেষ হলো...।



আগন্তুক আগন্তুক Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.