সোনালী বি মুখার্জী

sonalib









অভিজ্ঞান



কিছুতেই তুমি আর চিনতে পারলে না আমাকে
কোনো কথা আদরের ছিট
স্মৃতি গান ডাক নামে
মনেই পড়লো না সে সময়
রিস্টোর হল  না তো মেমোরি
আমার  এই একলার মুঠো করা আঙুলের ফাঁকে
থেকে গেল সোনা গলা  মউ
রিমঝিম শ্রাবণের হিরে পান্না চুনি
জড়োয়ার ঠুংরি ঝিলিক
বোকা হয়ে দাঁড়িয়ে রইলাম
মহারাজ দুষ্মন্ত সভায় আসীন।

টুপ করে পড়ে গেছে
নিখাদ সোনায় মোড়া দিন
গহীন অতল গাঙে কালো  জল
তলাচ্ছে গভীরে আগুনসোনার  আংটি
মহাকাল শ্যেন  দৃষ্টি রাখে
তোমার শকুন্ত পাখি
তপোবন ফেলে উড়ে গেলো
বহ্নি শিশু সাথে নিয়ে
যে বোয়াল ব্যাদিত গহবরে গিলে খেলো
অভিজ্ঞান  প্রেম
তারি নাম এখন জীবন।
তারি আঁশ গন্ধী অন্ধকারে
ডুবে গেলো হীরন্ময়
আকুল ইমন শুদ্ধ পূরবীর রেশ
ডুবে গেলো সব চিহ্ন  তার
অভিজ্ঞান শকুন্তলম।


সোনালী বি মুখার্জী সোনালী বি মুখার্জী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.