রত্নদীপা দে ঘোষ

ratnadipa





আমি বলছি পনের অগাস্টের কথা 



একটু একটু সূর্য উঠছে
অস্ত যাচ্ছে চাঁদ
একটু করে উদিত হচ্ছে দুর্গ
দেশ কে ছাপিয়ে মহাদেশ
মহাদেশকে ছাপিয়ে মহাবিশ্ব

স্বাধীনতা শুধু এইটুকুই হোক
নদী নালা খাল বিল মাছভাত খেয়ে বড় হক
অরণ্য হোক খাপ ছাড়া সবুজ জামা পড়া
ঘরে ঘরে ধান হোক , গমগাছের চারা হোক
পাঠশালায় পড়তে যাক মেয়ে , শিখুক নক্ষত্র
ছেলেরা ফুটবল মাখুক গায়ে , পায়ে

সন্ধ্যে হলে ভাত ফুটুক ফুলের মত
ফুল ফুটুক মায়ের মতো
আর বাবারঙ একটি আবাস
ধুলোর শিউলিতে উঠে দাঁড়াক

চোখের একটি ফোঁটা
স্লেটের করমচা পাতায় লিখে রাখুক
আতপচালের কথা-অমৃত
প্রণামে সেলাই করা কাব্যগ্রন্থ


আর এক ছটাক স্বদেশ ..





রত্নদীপা দে ঘোষ রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.