ঐশী দত্ত

oishi






কৌতূহল



পূর্ণবয়স্ক পাখিরা পায়
আগাম মৃত্যুর খবর
ঘুরে দাঁড়ায় সদ্য অবসর প্রাপ্ত মন ও
পৃথিবীর বরফ
ডুবে যাওয়ার শঙ্কা নিয়েই
তুমি,
ভাসমান ইতিহাস
জল ঝাপটার রাত
আবাসিক কলোনি ভীষণ গরম।

যত ছোঁয়াছে ব্যথা চলমান সময়ে
দূরের সমুদ্রে ভাসিয়ে দেয়
সংরক্ষিত প্রবেশাধিকার
ঠিক তার আগে পরে
যত শাদা পাতা;

একসাথে পায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ছোঁয়াছে ব্যথা
তোমার অর্ধেক পড়া বই
আর সেইসব আলোর দিন
কেমন আছে কোথায়?



এই অবেলায়



মেয়ের যখন চোখভর্তি ভোর
ছেলের তখন চোখভর্তি ঘুম

দূর দিগন্তে এক অদ্ভুত ভরসায়
ঝুম বৃষ্টির গোপন গঙ্গায়
ভেসে গেছে
ভেসে গেছে কিছু অন্তরঙ্গ দৃশ্য
এই অবেলায়

এই অবেলায়
পৃথিবীর ছাদ ফুরিয়ে এল
সূর্য পুড়ে ছাই
উচ্চতর হৃদয়াবেগ নিয়ে
যত দুঃখ বহিরাগত
অসুখী ডানায়
তার চেয়েও ঢের বেশি সুখ
চুম্বন- এই সন্ধ্যায়।

এই সন্ধ্যায় মুগ্ধ জানলায়
মেয়ে
পরম শূন্যের গভীরে সদ্যজাত;

সদ্য ঘুম থেকে ওঠে ঝিলমিল
এদিক-সেদিক
ছেলের বুকে
পুকুর-মাঠ-ধানখেত,
আর ধবধবে কিছু সময়
এই অবেলায়
পৃথিবীর শরীর জড়াতে জড়াতে
খিলখিল হাসিতে লাফিয়ে বেড়ায়।



আক্রমণ



এখন শুধু মিলিয়ে যাওয়ার পালা
ক্রমাগত প্রতিশোধে বড় বেশি লোভ।

বৃক্ষের ডালে যারা প্রকৃতি দেখে
নিঃশ্বাস ফেলে সবুজে
তারা জানে না
সবুজ ঠোঁটের বাসা কই?

চোখভর্তি ভোর, ধ্রুপদী নৃত্যের
যত দৃশ্যে
উধাও হয়েছে বারবার

সেখানেই দুভাগ হয়েছে যত পিঁপড়ের দল
তাদের জানা দরকার;

পথের বুকে মুখ গুঁজে
যে নারী হয়েছে পথ ভোলা

তার আলো তো কবেই ঢুকে পড়েছে অন্ধকারে।

 তবু জীবন ধেয়ে যায়।

 তৃপ্তির ঘোরে
এখন আমি তার শোক ভাসাই
আদি দিগন্তের নীলাভ বেদনায়
চোখের জলে ভরপুর গঙ্গায় ।


ঐশী দত্ত ঐশী দত্ত Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.