মৌ দাশ গুপ্তা

fx










অণু কবিতাগুচ্ছঃ সপ্তক

আত্মদর্শন

শুরু থেকে নিজে ভাঙছি তো ভাঙছি...
সিঁড়িভাঙা শেষ..অঙ্ক শেষ..
শব্দছক শেষ..কথা আর কবিতাও..
না হিসাব মিললো, না ঈশ্বর..

বৃষ্টিজল

তোমার শুরু আমার শেষে দুঃখ ইলিশগুঁড়ি..
তারপর মেঘ ভাঙল...
হাঁটুজল.. বুকজল.. ঘরভাসি ডুবজল..
তারপর? তুমিও খোঁজ রাখোনি..আমিও না..


সাগর-সঙ্গম

ভালবাসার গল্পটা সেই নদীটার '''মতো,
একমুখী প্রেমে ,আদর-সোহাগে,সাগরে মেশা।
সাগর কিন্তু সব উদ্ভিন্নযৌবনা নদীই বুকে জড়িয়ে নেয়.
তারপর? সব নদীরই একই গল্প,একই ছিন্ন রূপকথা।


পরিচয়

 সাদা কালো স্বপ্নে তুমি এসে দাঁড়ালেই...
 ফুটে ওঠে জন্মান্তরের আলো...
চাঁদ সওদাগর ও পুষ্পাঞ্জলির আগে শুধিয়েছিল
তুমি কে? ঈশ্বর নাকি ঈশ্বরী ?


ক্লিওপেট্রা

যেখানে আঙ্গুল রেখে দাঁড়াই সাম্রাজ্যের  সেখানেই শুরু ।
তারপর  শূণ্যস্থানে প্রথম, নয় উত্তম পুরুষ।
রমণ আর রমনীর বিলাসে কাম, লোভ আর ক্ষমতা,
তৃষ্ণার্ত আমি, একটু
ভালোবাসা দিতে পারো?

মানুষ 

চোখের সামান্য বর্ষায়  যে ফুল ফোটে তার নাম মানুষ ...
তারপর , সে ফুল পাপড়ি হয়ে  ঝরে সুখে ও দুখে....
কিংবা শুকিয়ে গিয়েও ঢেকে  রাখে
পিটুলিগোলায় আঁকা একসারি আবছা লক্ষ্মীর ছাপ...


জল ও জীবন

জল আর পৃথিবী 'র নিপাতন  সিদ্ধ উপমা জানি...
পৃথিবী ও নিশ্চিত জানে জলেই জীবন..
তারপরেও জল  পড়ার  শব্দ শুনে মনে পড়েনা ...
জলের মত  সোজা কোন জীবনমুখী  গল্প...


মৌ দাশ গুপ্তা মৌ দাশ গুপ্তা Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.