জয়া চৌধুরী

jaya



মধ্যবিত্তের কর্তব্য

আমার মাকে অল্প বয়সে ছোট হয়ে সব সেবা গ্রহণ আর বুড়ো বয়সে ঝি রাঁধুনি বেবি সিটার খাটানোর হক আছে...।  হাজার হোক তিনি তো মা! মায়ের কর্তব্য বলে কিছু নেই?  কুপুত্র যদিবা হয় কুমাতা কদাপি নয় ... খিক খিক খিক... 
আমার বাপ রিটায়ার করলে আমার বাজার সরকার, অত টাইম নেই অফিস সেরে... তাছাড়া সারাদিনে ওনার কাজটাই বা কী?
আমার পুত্র কি বিষয় কেরিয়ার বানাবে সে ব্যাপারে জোর খাটানোর অযাচিত কর্তব্য আছে ওর বুদ্ধি কতটুকু!
আমার কন্যা স্বনির্বাচিত পাত্র না অহম নির্ধারিত বর কে জীবনে গ্রহণ করবে আমি ছাড়া কে ঠিক করবে ! মেয়েদের অত স্বাধীনতা কাজের কথা নয় ।
আমার অপিস কারখানা শিক্ষালয় কাজের জায়গায় সুযোগ পেলেই ফাঁকি দেবার অভ্যাস আছে...।  সবাই দেয়...
আমার প্রায়ই অভ্যাস লাইনে না দাঁড়িয়ে হুড়োহুড়ি করে তালেগোলে কাজ বাগানোর...ধুর অত পোষায় নাকি?
আমার হক আছে সারাদিনের রোজগার মদের দোকানে ডুবাতে... টাকা কি তোর বাপের শালী? আমার কর্তব্য আমি জানি।  তোকে শেখাতে হবে না। 
আমার অসুবিধা হয় ওইসব অধার্মিক বাধা মানতে... ছেলেমেয়ে বাপু ভগবানের দান... ওতে বাধা দিতে নেই... আজকাল যত ঈশ্বর না মানার বজ্জাতি! আর নেহাত ই যদি মানতে হয়, বউ মানুক।  ওসব ও- ই ভালো সামলায়।  আমি আবার... 
আমার বেনিয়ম করা অভ্যাস নেই... বয়স্ক দের আসন তো আছেই, ঐ বুড়ো মানুষ টিকে বাসে আমার আসন ছাড়ব কেন?
আমার মোটেই অভ্যাস নেই বউয়ের গায়ে হাত তোলা... ওসব ছোট লোকেরা দেয়... তবে টাকা পয়সার ব্যাপারে আমার কাছেই হাত পাততে হবে আর অত দরকারই বা কি? চারবেলা খাওয়া বছরে পরার কাপড় কি পায় না? আর কত লাগে? ... রক্ত জল করে টাকা আনতে হয় ... টাকা কি গাছে ফলে?
আমার বসকে তেল মারার দরকার আছে...  অফিসের কাজ করার চেয়ে বসের বাড়ির কাজ সেরে দেওয়া বেশি দরকার... তিনি খুশি থাকলেই হল... আমার কর্তব্য এটা আমার শ্বাশুড়ি কে তীর্থ করানো কর্তব্য,  মায়ের টা বাবা সামলাক... আমি আর কত করব ? কম বয়সে বাবা ও তো কম করে নি... 

মধ্যবিত্তের অধিকার

বাজারে গেলে সবজীওয়ালার দু’পয়সা মারতে বড় টাইম দিই... তবে শপিং মলে কি করা যায়? অত বড় দোকানে কেউ শুনবেই না... জিনিষের দশ গুন বেশি দাম দেবো আবার ছুটে সেখানেই যাব... পাড়ার দোকানে কে যাবে? ছোট দোকানীদের সর্বনাশ ! আমি কি সমাজ সংস্কার করতে এসেছি নাকি? ওসব বিগ বিগ মানুষ করুক... আমি বাপু যেখানে লাভ দেখবো সেখানেই যাবো... পয়সা বাঁচানোর অধিকার আছে আমার হ্যাঁ সমাজ সেবা চিরকালই করি... দুটো এন জিও র সাথে যুক্ত আছি... তবে বাড়িতে দুরকম চাল আসে... ঝি এক রকম খায় আর আমরা আর এক রকম... ভাল খাবার হক আছে আমারকোনো খেলোয়াড় উঠে আসে না বাঙালিদের থেকে। সব অন্য প্রদেশ থেকে আসে। আগেকার দিনে কত সব বড় খেলোয়াড় এসেছে। তবে  হ্যাঁ ছেলের অ্যাথলেটিক্সের শখ আমল দিই নি। ওসব করে কটা টাকা আসে? তার চেয়ে পড়লে চাকরি পাবে। খেলোয়াড় বানানোর মহান দায়িত্ব কি একা আমার? নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ ঠিক করার অধিকার নেই আমার?

আমার ছেলে আমায় দেখবে সেটাই স্বাভাবিক।  বুড়ো হলে সেটা ওর কর্তব্য। ওসব অফিসের গল্প শোনানো আসলে কর্তব্যে ফাঁকি দেওয়া... বেইমান দের জন্য এক পয়সাও রেখে যাব না... আমার টাকা আমার অধিকার আমার ভোট না দেবার অধিকার আছে... সব শালা চোর!মাঝখান থেকে মাংস ভাত খেয়ে দুপুরের ঘুমটার দফা রফা করব না কি? কত কষ্টে ছুটি পাওয়া যায়!

আমার বন্ধুর বউকে দেখলে অফিসে সহকর্মীকে দেখলে  সুড়সুড়ি হয়... হতেই পারে... অনেক দিন হলো বিয়ে করেছি... কারো ঘর তো ভাঙছি না... ও-ও রাজী... সুখ পাবার অধিকার সবার আছে । 
না ঘুষ আমি নিই না, অনেক রিস্ক বাবা! ... তবে দরকারে দিতে তো হয়ই... তুষ্ট না করলে আমার চলবে কি করে? আইন ফাঁকি দিয়ে এটা সেটা করব কি ভাবে? ক্ষমতা ভোগ করতে গেলে ক্ষমতাবানদের ও বেড়ালের পিঠের ভাগ দিতে হয়... জীবন নীতিবাক্যের কারখানা নয়... এটা বাস্তব।  আর টিকে থাকার অধিকার আমারও আছে ।
আমি শালা চিরকালের বঞ্চিত। অফিসের অন্য মেয়েটা তরতর করে ওপরে উঠে গেল...।  সে তো মেয়েছেলে বলেই... ওর যোগ্যতায় আর চরিত্রে কালি ছেটানোর অধিকার আছে আমার ...
আমার অধিকার আছে নিজের মেয়ের বেলা পান থেকে চুন খসলে বেয়াই বাড়িতে ৪৯৮ এ –র চোপা দেখানোর... কিন্তু পুত্রবধূ করলে আমার সুনামে কালি দিল বজ্জাত মেয়েছেলে ...
কাজের মেয়ের সঙ্গে একটু আধটু ঠোনা , চান্স পেলে জাপটা জাপটি করে সবাই... মাস গেলে টাইমেই মাইনে দিই। এট্টু আধটু ফুর্তি র অধিকারও নেই আমার? আমার বেলায়ই বক ধার্মিকেরা উপদেশ মারে...  হিপোক্রিটের বাচ্চা সব !

মেয়েছেলেরা আবার ডাক্তার হলো কবে থেকে? অসুখ হলে ছেলে ডাক্তার দেখানোই অভ্যাস ... তবে নির্ভয়া ধর্ষণে মোমবাতি মিছিলে মুখ দেখানো জরুরী , ফেসবুকে কমেন্ট করাও... আমি প্রগতিবাদী... মত প্রকাশের অধিকার সবার আছে।
ছেলের বৌ ডাক্তার উকিল লেখিকা অধ্যাপিকা ইত্যাদি হলে সমাজে খাতির তো বাড়েই ... ছেলে প্রেম করে তাকেই লটকে এনেছে যখন... কলার তুলবো না কেন? আমার অধিকার নেই?

বৌ বুড়ো হয়েছে বলে আমার সেবা বন্ধ করে দেবে? এতকাল ওর খাওয়া পরা দিই নি? বাকী দের কথা থাক তাদের কাছে আশা করেও লাভ নেই ...কিন্তু ও তো চিরকালের দাসী... কালের প্রভাব ওর গায়েও লাগবে নাকি? ইল্লি? পুরোনো আমলের নীতি শিক্ষা নেই? বৌ শাসনের অধিকার আমার আছে... হ্যাঁ এই বুড়ো বয়সেও... ছেলেমেয়ে সব্বার সামনেও... ওর আবার মান সম্মান ! ফুঃ

.........এইসব লিস্টি বানিয়ে হবে টা কি? ও মানলেও আমি মধ্যবিত্ত না মানলেও তাই।  দুম করে টাটা আম্বানি তো আর হওয়া হবে না!... আপনারা বুঝি মাথা ঘামাচ্ছেন? খিক খিক খিক...

jaya
পরিচিতি 



জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.