পৃথা রায় চৌধুরী







আহ্বান

ষোলো কলার অক্ষত বিষ
নিয়ম রন্ধ্রে শোধন করিস
নীল আলোর স্বল্প আড়াল
বাঁধছে পশম ভিজে বেড়াল
চুপ স্বপ্নে শীৎকার ভরিস
ফোটালি সূর্যমুখী রাত
শিশির বিন্দুর অগ্ন্যুৎপাত
অন্তর্জাল প্রেমের ইতস্ততঃ প্রকাশ
রূপ মায়াবি উগ্র সকাশ
স্বীকারোক্তির দায় আমার আছে
তবু সলাজ ভীরু তোর কাছে
ভালবাসাময় অর্ণবির অকল্পবাস
ঝঞ্ঝা মেদুর আব্দার জেদ
ভাঙছে মণিকাঞ্চন প্রভেদ
দহনে শোণিত মুক্তো রাশি
আকাশের ডাক, “তোকে ভালোবাসি।‘’


কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. শব্দ এবং তার ভাবনা - বৈচিত্র্যময় । সুন্দর লিখেছেন ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন