চন্দন কুমার দাস








আকাশে হাওয়ার কারসাজি




যদি হয়বত্পুর থেকে কেউ আসে চরকডাংগার দিকে মনে হয় তোমার খবর নিয়ে আসে ।
সবাই বিধিবদ্ধ দুর্বোধ্যতা কেউ করে না, তাই আর তোমার খবর আসে না ।
আমার আত্মগ্লানির পর্যাপ্ততা বেড়েই চলে অনুতাপের পাল্লা ভারি করে ।
খাপছাড়া জীবনে আমি বরাবরেই উদভ্রান্ত পথিক, বিব্রত সময় কাটে নিজের প্রতি ভত্সনা উইল করে ।

হয়ত মুখোমুখি হব না কস্মিনকালেও, তাই তোমার শঠতার অর্থ খুঁজি আকাশে হাওয়ার কারসাজি দেখে ।
তোমার ইতস্তত প্রেম প্রসারিত করেছ আমার আষ্টেপৃষ্টে; তাই আমি অশরীরী প্রেম খুঁজি অনাদৃত হয়ে ।




চন্দন কুমার দাস চন্দন কুমার দাস Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.