আগন্তুক

মূর্খ সঙ্কল্প 



উত্তর নিরুত্তর...
কারণও অজানা!
এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলা
মর্চে পড়া শেকল, কিন্তু মজবুত।

প্রায় দুর্ভেদ্য পাঁচিলের আড়ালে থাকা অবয়বটা
এক মুহূর্তে ছায়া থেকে কায়া করে
গনগনে আগুনে আছড়ে ফেলার কারণ?
নিরুত্তর!

পোড়া ছাই, পোড়া মন,
পড়ে ছিলো সাদা, গুঁড়ো, উড়ন্ত অস্থি...
ব্যস্ত দুহাত কাজ সেরে আঙ্গুল মটকানোর পর দেখলাম
মূর্খ,
পোড়া ছাই থেকে উড়িয়ে দিলো
...'ফিনিক্স'!



আগন্তুক আগন্তুক Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.