মেঘলা আকাশ দেখলেই মনটা বিস্বাদে ভরে উঠে রুপার, কাঁদতে ইচ্ছে করে, মন চায় অন্ধকার ঘরটি থেকে বেড়িয়ে ঝুম বৃষ্টিতে অনেক ক্ষন স্নান করতে, পারেনা। মনটা আরও ভারি হয়ে ওঠে। রুপা নিজেকে গুছিয়ে নিতে চেষ্ঠা করে, জানালায় হাত বাড়িয়ে বৃষ্টির জল ধরে। আনমনে নিজের কাছেই জানতে চায় কেন এমন হল ? যে লোকটি তাকে ভালবাসতো পাগলেরর মত, প্রতিক্ষণের ভালবাসা পাবার লোভ যার আরাধনা সেই মানুষটি ------!
দিনটি খুব মনে পরে রুপার - কলেজ থেকে ফেরার পথে রুবেল পাশে দাড়িয়ে বলে চল, রুপা প্রশ্ন করেনি কোথায়, সে ভেবেছিল কাছেই কোথাও, হয়তো পাশাপাশি বসে থাকা, বিশেষ হলে হাতে হাত। রিক্সায় উঠার পর রুপা জানতে চায় কোথায় যাচ্ছি -?
রুবেল কিছু জানায়নি, চুপ করে থেকেছে -।
রুপাও আর কথা বাড়ায়নি।
রিকশা থামলো আধুনিক একটি বাড়ীর সামনে। রুপা যানতে চায় কার বাড়ী, রুবেল বলে চলে এসো। রুপাও পা বাড়ায় --
রুপা ভয় পায়নি, বুক কাঁপেনি, রুবেলের মাঝে ভয় পাবার মত কোন কিছু কখনও পায়নি সে। সে তাকে ভালবাসে, রুপার কাছে মনে হয়েছে রুবেল পবিত্র প্রেমের পুঁজারী, পরিচিত জীবনে কোনদিন সে রুপার কাছে এমন কিছু চায়নি যাতে সে তাকে সন্দেহ করতে পারে।
রুপা ভাবতে ভাবতেই তিন তলায়, রুবেল হাত বাড়িয়ে রুপাকে নিয়ে রুমে। চার রুমের সুন্দর বাসা, মনের মত করে সাজানো, রুপার খুব ভাললাগে, সে জানতে চায় সত্যি করে বল এটা কার বাসা, রুবেল হাসে, বলে আমার। তোমার জন্য কেনা, রুপা জানে রুবেল ভাল চাকুরি করে, তার কাছে অসম্ভব মনে হয় না। রুপা রুবেলের প্রতি আস্থাশীল। রুপা জানালা দিয়ে আকাশ দেখে ঝুমবৃষ্টি , চারপাশ অন্ধকার, কেমন যেন উরু উরু মন। রুপা গুনগুন করে - এই মেঘলা দিনে একলা --।
রুবেল রুপার পাশে বসে, জানতে চায় কেমন লাগছে ? রুপা উত্তর দেয় ভাল। রুবেল রুপার কাছে জানতে চায়, সোনা কবে আমরা বিয়ে করছি, রুপা জানায় তুমি পরিবারকে প্রস্তাব দিলেই। রুবেল কথা বাড়ায়না -রুপার হাত চেপে ধরে, চোখে চোখ, রুবেলের আমন্ত্রন উপেক্ষা করতে পারেনা সে।
বাহিরে শ্রবনধারা, দেহ ওমনে বান। রুপা যখন রুবেলের বাসা থেকে বেড় হয় তখন বিকেল, বাসায় গিয়ে মিথ্যে বলার কৌশল রপ্ত করছে, যদিও রুপা মিথ্যা বলতো না। আজ তার মনে কেমন যেন ভয়, কেমন যেন আনন্দ।
কয়েক দিন রুবেলের দেখা নেই, মোবাইল বন্ধ। চিন্তিত হয় সে, এর মধ্যে একদিন রুবেলের বাসায় গিয়ে ঘুরে এসেছে, ঘর তালাবদ্ধ। চিন্তা বাড়তে থাকে, কিছুতেই হিসেব মিলাতে পারেনা। রুপা, রুবেলের একটি ফোনের জন্য অপেক্ষা করে ---।
মুহাম্মদ জাহাঙ্গীর
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন