হাসি খাতুন
















বেলা -অবেলার গান


শহরের প্রান্ত ঘেঁষে ঘরবাড়ি, গ্রাম, হিজল -বটের প্রাচীন উপকথার মত
বিকেলের আত্মদান
আমাকে ডেকে যায়।
পায়ে পায়ে আঁধারির পথে চেনা -অচেনা স্বরের স্বপ্নভূমি, হাওয়ার সুরে
ঘুরে ঘুরে
শ্রাবন -শরতের নদীতীরে ফসলের ঘ্রাণে, কিশোরীর চুলের
হৈমন্তী জলে
ঐ এক আকাশের অবগাহন।
মানুষের সংলাপে বহমান ---যুগান্তর
ঠিক এমন করেই তো ?




হাসি খাতুন হাসি খাতুন Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.