বাসে উঠলো এক বালক
বাসে উঠলো এক বালক
চকলেট প্যাকেট হাতে নিয়ে
ছন্দে ছন্দে সুরে সুরে
গাইতে লাগলো হৃদয় দিয়ে
নামটি তার বদলে দিবে
তাই নিয়েছে চকলেট হাতে
চকলেট বিক্রি করে সে
আয় করবে সৎ পথে
আর ঘুরবেনা পথে ঘাটে
এই স্বপ্ন শুধুই আঁকে
করছে অনুরোধ গানের সুরে
টোকাই বলে না ডাকে ।
জানতে হলে শিখতে হলে
আলোর কথা জানতে হলে
রবিকে স্মরণ করো
বৃষ্টির জল পেতে হলে
মেঘের কথা পড়ো
সমান্তরাল জানতে হলে
রেল লাইনকে দেখো
রঙের মেলা দেখতে হলে
রংধনুকে মনে রেখো
লাইন ধরতে শিখতে হলে
পিঁপড়ার কাছে চলো
স্থাপত্য বিদ্যা শিখতে হলে
বাবুইয়ের কথা বলো
সঞ্চয় নিয়ে শিখতে হলে
মৌমাছির কাছে যাও
সৌন্দোর্যকে দেখতে হলে
ফুলকে বেছে নাও ।
চারু শিল্প জানতে হলে
মাকড়শার কাছে এসো
শান্তির প্রতীক পেতে হলে
পায়রাকে ভালোবেসো ।
মেঘেরা রাগ হলে
মেঘেরা হলে রাগ
ঝরায় শুধু বৃষ্টি
রাস্তা ঘাট ডুবলে
লাগেনা যে মিষ্টি
চারদিকে কাঁদা মাটি
চলাফেয়ায় কতো কষ্ট
অতি মাত্রায় বৃষ্টিতে
সব কিছুই নষ্ট
বৃষ্টিতে স্নান করায়
হয় সবাই মত্ত
বৃষ্টি লাগে ভালো
ক্ষনিকের জন্য সত্য
বৃষ্টি এনে দেয়
আনন্দের চেয়ে দু'খ
বন্যা হলে পরে
পায়না কেহ সুখ ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:



কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন