সফিউল্লাহ আনসারী











দম্পত্তি !




তুমি-আমি জলের ভাঁজেই
মগ্ন থাকি; মাতাল থাকি-বেহিসেবি !
ভিক্ষুক থেকে আজ বেসামাল রাজা-রাণী
উৎসবের স্বীকৃত আমোদ
           ছন্দের কারিগর আজ দু‘জন।
কোথায় সুর্য ডুবা;কোথায় গহীন অরন্যে কুজন
হলো কি ?আসলে
বেসুমার দুরত্বের পর এতোটা
                  বুকের কাছে
ভিন্ন নামে আমরা ‘দম্পত্তি‘
মনের গোলা ভরা
প্রেম প্রণয়ে ভালোবাসাই
আজ সেরা সম্পত্তি !
দু‘জন আজ সমাজ স্বীকৃত ‘দম্পত্তি’!



সফিউল্লাহ আনসারী সফিউল্লাহ আনসারী Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.