মাহমুদ নজির














বর্ণমালা




এই নাও,
এই হাত তোমাকে দিলাম
এই লাল ফুলগুলো তোমায়।
ওই চাঁদ তারাগুলোও
তোমাকে দিলাম,
দিলাম বিশাল আকাশ
নীল সমুদ্রের জল রাশি রাশি!
শুধু তোমার বুকে মাথা রেখে
আমায়  উচ্চারণ করতে দিয়ো
অ, আ, ই
আর ভালোবাসি, ভালোবাসি ...



সুন্দরীতমা




বলতে পারছিনা তোমায়
কষ্টগুলো কেমন জ্বলে, ফুঁসে ওঠছে!
অনেক হোঁচট খেয়েও
বারবার সামলাই নিজেকে
খুলে রাখি দুইচোখ খুঁজে নিতে
যাকিছু মঙ্গলময় ; ছুটে চলি
তোমার অভিমুখে।
স্বর্ণালি পথের বাঁকে বাঁকে
যদিও আজ অসংখ্য কাঁটা,
যদিও মেঘেঢাকা -অন্ধকার!
নেই ভয়, সববাঁধা পায়ে ঠেলে
আমি আসবোই
তোমাকে সাজাবোই মনের মাধুরি দিয়ে। অপেক্ষায় থেকো
সুন্দরীতমা...



বাউল




ভাবনাগুলো ছড়িয়ে দিলাম
দূরের সবুজ বনে
পারিস যদি স্বপ্ন আঁকিস
রঙ মাখিয়ে মনে।
সকাল বিকাল আমায় খুঁজিস
দুচোখ মেলে তাকিয়ে দেখিস
গান শুনাবো আউল বাউল!
খুব আদরে, বন্ধু বলে ডাকিস।




মাহমুদ নজির মাহমুদ নজির Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.