
শূন্য গাঁথা
কি আশ্চর্য, সেই কলধ্বনি নেই!
বিপর্যস্ত সমস্ত সবুজ
অথচ আমার পদচারনা
নিয়মিত ভোরকে সঙ্গী করে
এই পথে, এই নিরালায়।
মন ভালো করা গোলাপের
স্নিগ্ধ অবয়ব দেখবো বলেইতো
চোখ রাখি অপার সবুজে
কলধ্বনি শুনবো বলেইতো
কান পাতি জলের সমীপে....
গোলাপ ও কলধ্বনি নির্বাসনে গেলে
শূন্য থাকে সবুজ প্রান্তর
মৃত নদী কচুরীপানার ঝোঁপে
সমর্পিত হয় আর
ভোরের পর্যটক দীর্ঘশ্বাস ফেলে রেখে
দিগন্তে রাখে তার চোখ।
অধরার শূন্যতায় কাঁদে ভূমন্ডল।
চন্দনকৃষ্ণ পাল
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন