সোনালী বি মুখার্জী














বর্ষা চাই 

বৃষ্টি, তুমি বৃষ্টি চাও
আমি তো চাই বরষা ঘোর
আমি তো তবু ডুবতে চাই
চোখের জল জলের তোড়

তরী ডোবাস ভেসেছি ডুব
আদর সুর রংবেরং
কেজো দিনের ধুলো উড়ুক
ঝড় উঠুক আজ বরং

বেরং দিন প্রখর পল
নরম হোক রেশম চুপ
বুকের মাঝ মেঘের শ্বাস
দেশ রাগের আলাপ টুপ।

বরষা মেঘ সেই মেঘের  দূত চল
তিন টে ডুব জল পাঁচ টা ছুঁই
দুয়ারে বরষাতি শিকের ফাঁকে ছবি
জানালা ভিজে গিয়ে একশা হই

আষাঢ়ে গল্পরা সুরের জাল মাখে
মায়ায় ঘিরে থাকে  দুটো  খাতা
খাটের পাশে  জ্বলে আরাম ল্যাম্প শেড
তোমার ও পিঠে থাক ভেজা মাথা।

গন্ধ মিঠে খুস বেলির সাদা রং
জুঁই য়ের বড়লোকি দেমাক ঘোর
কদম ফোটে তবু ভাংগা এ ফুটপাথে
বকুল ফোটে লেকে সারা বছর

বৃষ্টি আয় ভাই ভিজে এ রাস্তায়
হাঁটুতে জল ঢেউ ভিজেছে নাক
হি হি হাসির মাঝে খিচুড়ি মোমো খাই
বরষা থাক প্লিজ সংগে থাক। 



ভিড় 

সময় বালি। বালির ঘড়ি
শহর লেখে নাম
সময় ঝরে অঝোর ধারা
শুকনো সাদা খাম

কাজের চাপ ধোঁয়ার ভিড়
বলি রেখারা হাঁটে
রংগিন ক্লিপ স্পাইকি চুলে
রংগের দাগ কাটে।

শহর মল শপিং ঠেক
আড্ডা মারে বই
এত লোকের অচেনা ভীড়
আমার আমি কই?

সোনালী বি মুখার্জী সোনালী বি মুখার্জী Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.