তোফায়েল তফাজ্জল
















নূপুর পায়ে বর্ষা

নূপুর পায়ে বর্ষা এসে বাইরে করে নৃত্য
সুরের ছিটায জাগিয়ে তোলে সব বয়সী চিত্ত।
লতাকুঞ্জ, গাছের সারি নড়েচড়ে ওঠে
উঁচু থেকে জল গড়িয়ে খিলখিলিয়ে ছোটে।

ঘরের পাশে ফুলরা জাগে একটু দূরে মাঠ
উঠোনে বেরিয়ে রুপু করে বৃষ্টি পাঠ।
রং-বেরঙের পোশাক পরে দাড়িকানা পুঁটি
এ-পাড়া ও-পাড়ায় যেতে করে ছোটাছুটি।

কচিকাঁচার হুল্লোড়ে মন টিকে কি আর ঘরে
দু' তিন দফায় দিনকে মাতায় হুটোপুটি করে।

বৃষ্টি এলো ধূলি-ময়লা ভেসে গেলো জলে,
খরার যতো তৎপরতা কাটলো তলে তলে।
সবজি তাজা হয়ে ওঠে দেখতে বাড়িঘর
শিশুর মুখের হাসি নরোম সাজে ঘাসের চর।

রংধনুর সাত ফিতায় বাঁধে আকাশ আপন চুল
ফুরফুরে দিন, গানে মজে টিয়ে ও বুলবুল।



তোফায়েল তফাজ্জল তোফায়েল তফাজ্জল Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.