দীপুমালা










যেখানে যেমন




আমি তোমার কাছে থেকেও অনেক দূরে
অনেকটা আকাশের মতো
অনেকটা তারার মতো
অনেকটা উল্কা পিন্ডের মতো
উত্তর দিক থেকে দক্ষিণ দিক যতদূর দূরত্ব।

ভালোবাসার ঘনত্ব
কি ব্যারোমিটারে মাপা যায়?
এর উচু নিচু খানা খন্দ
মন্দ নন্দ আর বন্ধ
সবই সময়ের ব্যবধানে পালটে যায়।
বুকের গভীরতা আর ভালোবাসার গভীরতা
কি এক?
একটি গোলাপ আর একটি শিঊলী কি এক
বৈশাখের রং হলুদ হয় কেন?
আর ভালোবাসার রং নীলই বা কেন?
কাছে থেকে তুমি দুরেই বা কেন?

ভ এ ভয়
ভ এ ভালোবাসা
বেদনায় সমুদ্র ডুবে
কাব্যে কবি
তুমি আমার ভালোবাসা
দূরে কিবা কাছে, যেখানে যেমন।


দীপুমালা দীপুমালা Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.