
গতানুগতিক
এক-পা দু-পা করে অন্ধকারে ঘন হয় মুষড়ে পড়া আকুলতা । ভালোলাগা বোধের কোন তুলনায় হয় না ।
ভালো না লাগা বোধ ও অতুলনীয় । শেষ পর্যন্ত কি রয়ে যাবে এখন তা অপেক্ষা,
হয়তো তুমি, নয়তো আমরা ।
সবটাই গতানুগতিক স্রোতের টান ।
একদিন সব প্রেমিক ই, প্রেমিকার কপালের চুল সরিয়ে দেয়।
এক চাদরে শীত কাটায় ।
আবার শীত ফুরোলে, চাদর গুছিয়ে তুলে রাখে ।
চাদর যত তোলা থাকে, অন্ধকার তত ঘন হতে থাকে ।
রত্না ঘোষ
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন