দোভাষী, আছো?
মরুভূমির ঐতিহাসিক সমৃদ্ধির যৌবন থেকে
শব্দের প্রতিধ্বনি এসে ডাক দিয়ে যায়
প্রতিটি অলস দুপুরের জানালায়
দোভাষী কি কেউ কোথাও আছ?
শরীর, মন, মননের ভাষা বদলে যায় রূপভেদে
সকাল যেমন পা ঝুলিয়ে অপেক্ষায় থাকে পুকুর ধারে
আর ঝুপ করে নেমে পড়ে গভীর জলে
সন্ধ্যে নামার আগে
যে চোখে রহস্যর জন্ম হয় তাকে আরও মায়াবী লাগে
কাজলের গণ্ডী ছাপিয়ে সে জলনদী হয়ে যায়।
দোভাষী কি কেউ কোথাও আছ?
নদীও যে পথ বদলায়, বৃষ্টি থেকে চুরি করে রঙ
পাথর শরীরে আঁচড় কেটে যায় আদরের নখ
গৃহান্তরে খোঁজ চলে, ঘরে রেখে আসা চেনা
সুখছাপ খোঁজ, অচেনা মুখের খোঁজ
দোভাষী কি কেউ আছ?
মুখ আয়নার লেগে থাকে
পুরনো অবয়ব ছেড়ে নতুন ঘর বাধে মুখের সম্পদ
খুব কাছে ? পাখিদের আশেপাশে।
ডানা পেলে মন আরও মন খোঁজে...
দোভাষী কি কেউ কোথাও আছ?
সহেলী রায়
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন