অনন্যা ব্যানার্জি













ধুসরায়ন




এখন বিষণ্ণ শহর জুড়ে ওৎ পেতে আছে ক্লান্তির ঘ্রাণ
অথচ রাত নামলেই শিল্পীর তুলি ছুঁয়ে যায় নারীর অবয়ব …
চোখে , ঠোঁটে , গালে নীলচে রঙের ছোঁয়ায়
সেজে ওঠে সস্তা জড়ি চুমকির পসরা ।
ক্লান্তিহীন রাতের উষ্ণ আয়োজন ।
রাত বাড়লেই কত চাহিদা
শরীর বেয়ে ক্রমাগত বৃদ্ধি পায় নারকীয় উত্থান পতন ।
আড়ালে আবডালে গর্ভে সন্তান ধারন
অথবা পরাহত রক্ত পাত ।
আবার নৈমিত্তিক পসরার আয়োজন ।
ভোগ্য পণ্যের ঝকমকি পসরায় আবার অপ্সরা সেজে দাঁড়িয়ে থাকে রাতের দেবীরা । ।



অনন্যা ব্যানার্জি অনন্যা ব্যানার্জি Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.