
স্বপ্নরা আজও...
বিছানার শেষ প্রান্তে গীটারের ছেঁড়া তার, গীতবিতান আর জুঁই গোলাপের একাকিত্ব . . .
চুঁয়ে পড়া জ্যোৎস্নার আলো মেখে ঝুলবারান্দায় আমরা দুজন . . .
মধ্যমা, অনামিকা সুখে বিভোর একে অন্যের সাথে........
না বলা কত অভিমান, কত বিরহ ঠোঁটে গালে মিলেমিশে একসাথে একাকার তোমাতে আমি!
আচ্ছা ভালোবাসা পাওয়া কি 'সুখের' ই প্রতিশব্দ?
ফুলদানির জুঁই, গোলাপ, আমার গীতবিতান আর তোমার গীটার...
আরও অনেকেই সেদিন পথ আগলে দাঁড়িয়েছিল ভবিতব্যের...
আমার সুখের প্রতিশব্দের কাছে সেদিন হার মেনেছিল রাত!
ভোর এসেছিল চুপিচুপি, পায়েপায়ে ঘুম ভাঙ্গাতেই যেন!
আজ এতোদিন, এতোবছর পর স্বপ্ন তুমি কি জানো আজও ভালোবাসি তোমায়!
সৌম্যলিমা চ্যাটার্জ্জী
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন