জয়া চৌধুরী

পরিচিতি 









তুমি তো জানো- সবকিছু এজন্যই



যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরি
এক এক করে
কাঁধের ব্যাগ নামিয়ে রাখি
মুখে চোখে জল দিই হাত পা ধুই
ঘরোয়া যা কিছু পড়ে  আছে প্রতীক্ষায়
পরীক্ষায় শেষ ঘন্টায় লেখা উত্তরের মনোযোগ- এ সে সব
চটপট সমাপ্তি টানি
কী কী হলো সারাদিন ভর
কোন কোন প্ল্যান এবার করা দরকার সেকথা বলতে গিয়ে
চোখ পড়ে যায় বারান্দার গন্ধরাজে
বাইরের আমি কে অন্দর দুহাত বাড়িয়ে ডাকে 
এরপর
একটা দারুণ আদরের নতুন অপেক্ষা করতে থাকি ...। 



জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.