হরিশঙ্কর রায়

পরিচিতি  










সান্ত্বনা



সুচেতনা, আর কান্না করে না
বিষণ্ণ সময় ফিরে আসলেও না ।
এক একটা সময় সব কথা চেপে যাওয়া যায়-
বুকের ভিতর কথাদের নিশ্চিন্ত নিবাস গড়ে উঠে,
এক একটা গভীর রাত বসে বসে পার করে দেওয়া যায়-
যখন অপলক চোখ দেখে যায়
বুকের গভীরে আঁকা সেই  ছবি,
ভালোবাসা ;
তবুও বসন্ত বিলাপ কাটে,
এইসব চৈত্রনিশিতে থেকে-থেকে আসা দীর্ঘশ্বাসে !
অতঃপর ফিরে আসা বৈশাখী গান
ভুলে যাওয়া যায় ?
না, তারচেয়ে কল্পলৌকিকতার বেড়ায় লাগিয়ে দাও
মিলন প্রত্যাশী গাছ,
বাস্তবতার বৃষ্টিতে তৃষ্ণা মিটিয়ে যাক ;
আর বিষণ্ণ সময় থেকে দূরে বহুদূরে চলে যাই
সময়ের পদাবলী গেয়ে গেয়ে
এগিয়ে যাই পূর্ণ জীবনের পূন্যতায় ।


হরিশঙ্কর রায় হরিশঙ্কর রায় Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.