সাঈদা মিমি

পরিচিতি  









রাত জেগে কাঁদলে




নিঃশ্বাসে কষ্ট, একটা শহর
আলাদা হয়ে গেলে গাছগুলির
বাটোয়ারা হবে আর অ্যাসাগাই দিয়ে
ভাগ করে দেয়া হবে স্পন্দন---
রাত জেগে কাঁদলে চোখ ফুলে ওঠে,
উপশিরাগুলি লাল হয়ে যায়...
'আপেক্ষিক' বলে বলে রঙবাজি করবে?
ভালোবাসা বুঝবে না?


মায়াডাক মিশে যায়




ঘুমাবো না, কিছুতেই
নয়, বালিয়াড়িতে
মেলাঙ্কলিক জ্যোসনা,
নীরব শতায়ু রাত-
ঝাউবনের কালোয়
পীতাভা-
'ইকথিয়ণ্ডর...'
মায়াডাক মিশে
যায় ভাটির সাগরে


জ্যা-মুক্ত সাদা মনকে বলি




জ্যা-মুক্ত সাদা মনকে বলি, 
'বনভূমির কাছে যেও, মায়া ফুলের দেশে- 
তিন হ্রদঘেরা দ্বীপ, আমার কুঁড়ে 
কালো আঙুরের ঝোপপাশে, 
ওখানে দ্বাররক্ষী নেই, সেবাদাসী 
তোমাকে প্রবেশ দরজা চিনিয়ে 
দেবে মাকুমাজন--'


সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.