সাঈদা মিমি

পরিচিতি  








পাথরের চোখগুলো




হতাশ বিবরে থাকে অন্ধ কিছু
সাপ, গন্ধ চিনে খুঁজে নেয়-
বিষ ঢেলে দেবে অসহায় প্রাণীটির গায়ে
মুহূর্ত মরণ নয়, সয়ে সয়ে
অসহ্য যাপন, আকাশের ঘ্রাণ
নেই, রোদ্দুরে মাঠ-
পাথরের চোখগুলো তাকিয়ে রয়েছে



সময়টা আগুনে পুড়ছে




তৃষ্ণা কেমন হয়, মায়াচোখ? ঘাসগালিচার
বুকে গল্পহীন পাতা জমে আছে, তাদেরও
গল্প ছিলো
হারানো গানের অন্তরায়--
আমি তো গল্প বলি, তুমি শোনো?
সময়টা আগুনে পুড়ছে-
ভস্মমেঘ জমে থাকা রূপকথা আকাশ,
নূহের নৌকা কবে ডাঙা খুঁজে পাবে?


কয়েকটি




০১
তুমি সেই সময়ের দাবী
হারানো তীরের বাতিঘর,
আমাকে মুক্ত করো
রূপালী ফিনিক্স-
কালভেদী অন্ধকারে
হারিয়েছি পথ
০২
রঙতুলি সেঁচে ভালোবাসা বুনি,
সাদাকালো গান-
চকমকি প্রেম
০৩
ভালো থেকো মায়াধেনু,
শীমফুল, জমিনের
সবুজ কৃষক-
মেহগণী ঝরা পাতা,
পায়ে চলা ঘুঙরুর পথ ...

সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.