সীমা ব্যানার্জী রায়



-হ্যা, বাপী বলছি বলো। কাজকর্ম কেমন হচ্ছে?
-খুব ভাল, বাপী। আর এদিকে আমি দিলরুবা আর প্রিয়াংকা মিলে একটা আর্ট স্টোর খুলব ঠিক করেছি।
-কোথায়? আর্ট স্টোর আবার কেন?
-সেটা এখনও ঠিক করি নি। তবে আমাদের নিজেদের ট্যালেন্টগুলো কাজে লাগাতে পারলে দারুণ হবে।
-চাকরিটা কি পছন্দ হচ্ছে না? এত কস্ট করে পড়াশুনা বুঝি ট্যালেণ্ট না?
-নাঃ মানে, ভীষণ ভীষণ খাটায় বাপী, পেরে উঠছি না। রক্ত শুষে নিচ্ছে যেন । কিন্তু ওসব কথা থাক। তোমরা ঠিক আছো তো?
-আমরা বেঠিক থাকব কেন?
-নাঃ বলতে চাইছি সাবধানে আছো তো? মা-কে একা ফেলে তুমি অনেকক্ষণ ক্যালকাটা ক্লাবে থাকো তো তাই বলছিলাম আর কি?।
-বিন্দাস আছি দুজনেই। তবে মারের সাবধান নেই।
-মানে?
-মানে একটু ভাবলেই বুঝতে পারবে। এমন কিছু শক্ত বাংলা বলছি না।
-তুমি 'তুমি' করে কথা বলছ কেন বাপী? আমার বড্ড মন খারাপ লাগছে।
-চকলেট দাদু ছোটবেলায় কত চকলেট দিতেন। ছোট ছোট সব অন্য দেশের কার্ডও দিতেন । তাতে থ্রী ডাইমেনশন সব ছবি থাকত।
-হ্যাঁ ওগুলো ছিল তাঁর কালেকশন সব কার্ড। ওনার ছোটবেলা থেকেই বিদেশ যাবার খুব শখ ছিল। কিন্তু পয়সার অভাবে বেশি পড়াশুনা করেন নি । তাই কেউ গেলেই বা কোথাও বিদেশী কার্ড দেখলেই কিনে ফেলতেন। সবাইকে দেখাতেন তাঁর কার্ড লাভ।
-কার্ড লাভ? -সে টা আবার কী বাপী। মানে তো একটুও বুঝলাম না।
-একটু ভাবলেই বুঝতে পারবে, এটা এমন কিছু শক্ত ইংরিজি নয়।
-বাপী আমার মনে খুব কস্ট হচ্ছে। কেন জানো?
-কেন?
-তুমি এবার আমাকে 'তুই' বলো, প্লিজ বাপী।
-আচ্ছা বলছি-তুই কেমন আছিস বিদেশীমেম? আমার আদরের মেমসাহেব?
-মেমসাহেব ওদিকে ফুঁপিয়ে উঠল।


পরিচিতি 



সীমা ব্যানার্জী রায় সীমা ব্যানার্জী রায় Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.