শিশির চন্দ

পরিচিতি 









এভাবেও বেঁচে থাকা যায়




এভাবেও বেঁচে থাকা যায়
নাক মুলছি
কান মুলছি
মাইরি বলছি
সত্যি সত্যি সত্যি
তিন সত্যি বলছি
এভাবেও দিব্যি বেঁচে থাকা যায় ।

তোমারটা ওধারে
আমারটা এধারে
তোমারটা ওপারে
আমারটা এপারে ।

খণ্ড খণ্ড হয়ে যাক
টুকরো টুকরো হয়ে যাক
কুঁচি কুঁচি হয়ে যাক ।

তোমারটা কবরে যাক
আমারটা চিতায় খাক ।

শরীরটা
মনটা
মিলেমিশে একাকার হয়ে যাক ।।



শিশির চন্দ শিশির চন্দ Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.