মানবেন্দ্র মোদক

পরিচিতি








আমি দেখেছি




জননীর জঠরকে ভেদ করে আমি দেখেছি
বাংলা মায়ের ম্লান মুখ,
নয়ন পানে তাকাতেই আমি দেখেছি
বিভীষিকার অশ্রুতে ঝলসানো দু চোখ
বুলেটের আঘাতে মায়ের বুকের পাজরগুলো
করছিলো নড়বড়,
কোমল স্তনে চুমু খেতেই ধাক্কা দিয়েছিলো প্রানে
একটা বিষাক্ত ঝড়
আমি দেখেছি আমার কাঙ্খিত মুখে কলঙ্কের ছায়া,
বুক ফাটা নীরব কান্না,
আমি দেখেছি তার নগ্নদেহ, উন্মুক্ত স্তন
কোথাও খুঁজে পায়নি সে পান্না
আমি দেখেছি দিগন্তে উঁদিছে তপন, জ্বলছে জ্বলবে
অশ্বক্ষুরের তীব্রতায় শঙ্কাহীন জীবন
আমি দেখেছি ভাঙনের খেলা,
বিড়ম্বনার চন্দ্রালী আকাশ-
দেখেছি মায়ের বুকে ভাষার ইতিহাস
ছিনিয়ে নিতে দেয়নি লাল সূর্যটা
শত প্রান, শত সালাম, বরকত, জব্বার
শত নরম পেলব বুকের দীর্ঘশ্বাস

মানবেন্দ্র মোদক মানবেন্দ্র মোদক Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.