![]() |
| পরিচিতি |
এই যে আমি
পেরিয়ে যাচ্ছে সময়, অবাক করা গতিতে,
চেয়ে দেখি পেকে গেছে গোঁফ,
চুল কানের উপরে।
চলছি পথে, কি যেন পেতে, হয়নি পাওয়া ।
এইতো সেদিন, কাজ শেষে,
দলবেঁধে বাড়ি ফেরা মেয়েদের দলে
যে মেয়েটির হাসি শুনে দাঁড়িয়ে গেলাম পথেই ,
মিলিয়ে নিলাম মনে, ওযে আমার চাওয়ার ধন,
হাসি নয় গো, তোমায় ভালোবাসি ।
দূরের পথে সামনের সিটে যে মেয়েটির চোখ
চঞ্চলতার ব্যাকুল ঝড় আমার মনে তুলেছিলো, সে কি অন্যের হতে পারে ?
খেয়া ঘাটে যে ললনার চুল উড়ে এসে পড়েছিল আমার মুখে,
সে যে আমার মনের দেবী,ভালোবাসি গো, ভালোবাসি ।
ঝালমুড়ি খেয়ে যে সুন্দরী উল্টিয়েছিলো ঠোঁট,
সে যে চাঁদের চেয়েও লাবণ্যময়ী, কেউনা জানুন, জানি আমি,সেই তো আমার ।
গ্রামের বধূ কৃষাণী সে, নগ্ন পায়ে ঘোমটার ফাঁকে আড়চোখে বাড়িয়েছে জল আমার হাতে,
সে তো মোনালিসা নয়, জীবন্ত মোনালিসা।
চলে যায় সময় অবাক গতিতে, পাক ধরেছে গোঁফ।
জীবনে কিছুই দেখা হলো না। অবাক জীবন শুধু বয়ে যায়।
দেখবো বলে বসে থাকি, কেউ একজন সব মিলিয়ে সামনে দাড়িয়ে বলবে আমায়,
ভালোবাসি গো ভালোবাসি। এই যে আমি !
জাহাঙ্গীর হোসেন
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন