হাসি খাতুন

পরিচিতি 








অস্তিত্ব




ক্ষয়াটে এক ছায়ার
একটি প্রশ্ন শুনি -প্রায়ই।
বেঁচে আছ?
চমকে উঠে দেখি --চারপাশে
বিভীষিকার অন্ধকার,
সারি সারি মৃতদেহের নির্বাকনির্জন
হিসেব নিকেশ। নশ্বর দেহটুকু নিয়ে
আশ্রয় নেবে বলে
পৃথিবী জুড়ে সাজিয়েছে ঝরাপাতার শয্যা।
কলরবহীন মননের জানালায়
শুধু শঙ্কার অলীক ছায়া।
সে ছায়া হাত নাড়ে
অঙ্গুলী হীন!
সে ছায়া হাসে --
দন্তহীন!
সে ছায়া অদৃশ্য হয় --
পরিচয়হীন!
তবু ফিরে আসে আবার।
তবু প্রশ্ন করে অবিরত --
বেঁচে আছ?
এই প্রশ্ন শুনি -
প্রায়ই,  প্রত্যহ।


হাসি খাতুন হাসি খাতুন Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.