হরিশঙ্কর রায়

পরিচিতি  









কালক্ষেপণ ~




আমার অনেক লেখার বাকী আছে
একদিন লিখে ফেলবো সব ।
তুমি আনমনা হয়ে গেলে-
ওখান থেকে শব্দ খুঁজে নিও
ভালোবেসে...
টুকরো টুকরো করে
ছিঁড়ে ফেলো না যেন
হৃদয়-লিপিতে যা, যা অঙ্কন করি !
তারপর...
তোমার-আমার এ পৃথিবীতে-
তুমি আমি কত যে নদী পার হব !
কত বসন্তে পাখী গেয়ে যাবে গান !
কত যে শিমুল ঝরে যাবে
মাটি ভালোবেসে !
অতঃপর
মিলন সমাপন হলে পরে
জেগে উঠবো তুমি-আমি...

আচমকা স্বপ্নটা ভাঙলে পরে
শুধু থেকে যায়-
একটা দীর্ঘশ্বাস, কিছু বিষণ্ণ সময়,
আর
অচৈতন্য মানবিক ভাবনার
অসহ্য কালক্ষেপণ ।


হরিশঙ্কর রায় হরিশঙ্কর রায় Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.