সফিউল্লাহ আনসারি

~ কবি পরিচিতি ~ 










বসন্ত আজ


আজ ভাবনায় একাকার দু‘জন
মন মাতাল সুর বন জুড়ে
ফুলে-ফুলে কোকিল কূজন হক
বসন্ত আজ ছন্দে বেতাল সুরে !


তুমি ছিলে



বেডরুম ছাড়া তুমি
সব জায়গাতেই ছিলে !
বলো;ছিলেনা ?নিশ্চয় ছিলে ।
আজ ওসব অতীত নামক শব্দে
যুতসই অবস্থানে বেসামাল;ক্ষীণ !



সখী


বেহুদা অভিযোগের ধোঁয়া তোলে
কেনোযে করছো ক্ষেপন সময়!
এলোমেলো হাওয়ায় দোলে;বসন্তের রঙ লাগা ভাবনা।
ঢেউয়ের মাতাল মাদকতা
প্রেমিক নামেই
পাগলামীতে মত্ত রাখে;রাখে নির্ঘুম চাঁদের সাথে
কেনো যে করছো বাহানা !
না শব্দে রেখোনা আর দুরত্বে;নির্বাসনে
সখী ! ভাবনা কারে কয়
এবার বলে যাও ভালোবাসী,ভালোবাসী.....
নি:সংকোচ;নীখাদ সর্ম্পকের দ্যোৎনায়!




সফিউল্লাহ আনসারি সফিউল্লাহ আনসারি Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.