![]() |
| পরিচিতি |
নষ্ট রাজনীতি
গোধূলির রঙ লেগে আছে মনে
আঁধার নেপথ্য নক্ষত্রলোকের আলো
আমরা ছুটেছি জীবনের জলসা ঘরে ।
জলন্ত আগুনের ভিতর
সময়কে হাতড়ে আনি
জীবনের পূর্ণতার শুভ্রতা
বেঁচে থাকার অব্যর্থ প্রয়াশ ।
আমাদের কঠিন পৃথিবী
হয়ে ওঠে আন্তঃনাক্ষত্রিক শূন্যতা
আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্ঠা
অহেতুক ব্যর্থ হয় পোড়া মানুষের গন্ধে ।
বাতাসে পোড়া মানুষের গন্ধ
আমাদের ক্ষমতার লালসা বাড়ে
অনাগত উত্তরনলোকে আমরা নেচে চলি
উন্মত্ত হতে চৈত্রের কিরনে ।
জনমানসের দ্বিচক্রকালে
মৃত্যুগুলো হিম হয়ে আসে
আমাদের অস্থিত্ব আমাদের এগানোর পথে
ধূলি-কণা, বোমা,কাঁটা পড়ে
পোড়া মানুষের গন্ধ শুধু ক্ষমতার লোভ করে ।
চন্দন কুমার দাস
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন