লোপামুদ্রা মজুমদার

পরিচিতি 









উড়ান



তিনতলার ব্যালকনি থেকে ,
হঠাত শুনতে পেলাম -টুংটাং
চমকে দেখি ,
কন্ঠি তে বাঁধা ঘন্টি র
বাবুদের বাড়ির পেয়ারের এক পঞ্ছি !
একটা টিয়ে -
পালিয়েছে খাঁচা ছুট হয়ে।
দত্ত বাড়ির ; তিন তলার কার্নিশ বেয়ে
বেড়ে ওঠা অশত্থের ডালে ,
ক্ষনিকের বুকভরে শ্বাস নেওয়া ওর।
হট করে ; মাথাটা কেমন ঘুরে গেলো ,
চারদিক কেমন কালো হয়ে এলো !
এক ঝটকায় সরেগেলো
এ বাড়ির উপর থেকে মায়াটা ও !

উড়ানের ইচ্ছেটা
পেয়ে বসলো আমায় !
নিমেষে ; আমার অতীত ,সামনে এসে দাঁড়ালো !
এর পরথেকে সারা দিন ধরে ;
এই লোহার বেড়িটা তে খালি খুট খুট !!

নকোল নবিশ আমি
সকালে বুড়োমার নকোল করে গাইতাম - 'রাম রাম হরি হরি '
সন্ধ্যে হলেই শাঁখে ফু ,উলু
খোকার ঘুম ভাঙাতে -
'বুলু ওঠো বুলু '
যত্নেই রেখে ছিলেন ওরা,
দুবেলা ভালো মন্দ ,
ছোলা;তেলাকুচ ,
মায় ফল পাকুড় !
সময়ে ওদের বিরিয়ানী ;পোলাও টা ও !

ছিলাম ওদের একজন
হয়েই।
সে যে ঠিক কতোদিন;
ঠিক মনে নেই !

একদিন; ভোরের আলো ফুটতে ;
খাঁচা থেকে বার করতেই,
বুক ভরে শ্বাস নিয়ে ; ডানা টাকে সজোরে ঝাপ্টে ,
ফুড়ুত !!

উড়তে  উড়তে সো ……জা
বাগ  বাজার  ঘাটে  ;
বুড়ো   বটের  ডালে    ,
শোভা বাজার থেকে কতো দূর ই বা
বলো ! ?

ওটুকুতেই ,হাঁফিয়ে গিয়েছিলাম বড়ো , উফ !!
দম অকুলান,  ছন্দে গড়মিল দুই ডানার ,
সাধের উড়ানে,
বাধ  সা ধ ছিলো বারবার।

একটু একটু
করে বাড়িয়ে দিলাম যাত্রাপথ।
বুকভরে শ্বাস নিয়ে শুধুই উড়েচলা ,
গন্তব্য ! ?
দিশাহীন উড়েচলা।
ওই খাঁচায় ,ফিরবোনা আর।
বন্ধনের বড়ো মায়া ,
উড়ে চলাটাই নেশা ধরিয়েছে  আমার !




লোপামুদ্রা মজুমদার লোপামুদ্রা মজুমদার Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.