সোনালী ব্যানার্জী

পরিচিতি  








শর্ত 



নিঃশর্ত ভালোবাসা
কিছু চাওয়ার কথা ছিল না
উভয়েরই
না চাইতেই পাওয়া হয়েছিল
চেরি ফুলের বসন্ত
আর হলুদ প্রজাপতি ।

অধিকারবোধ ছিল না ,
থাকার কথাও ছিল না ।
অভিমান ছিল ফল্গু নদীর মতো ।

সময়ের বালিয়াড়ি তোলপাড় করে
বালুঘড়ি স্তব্ধ এরপর ।

ফিরে গেছে সে খেলা শেষে ।
পিছু ডাকার কথা ছিল না তাই শুভকামনা নিরন্তর ।

শুধু বুঝতে অনেক কাল কেটে গেছে
শর্তহীনতাই শর্ত ছিল ।




সোনালী ব্যানার্জী সোনালী ব্যানার্জী Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.