হিল্লোল রায়

পরিচিতি 










বকুলতা-র ব্যাকুলতা

বকুলতা হোতা ছিলো সাঁওতা্লী জংগী-
সোমরস পান শেষে সে কি তার ভংগী !
হানিম্যুন এ গিয়েছিলো  কাঞ্চনজঙ্ঘা -
রাত্রের মাতলামি মানে নি গো “সংজ্ঞা ”

সেই সাথে আঁতলামি হোটেল-এ ও বাইরে-
দেখে শুনে হাবি বলে আমি আর নাই রে !

বকুলতা রেগে কয়ঃ “ঝাঁপ দেবো গর্তে?”
“না , না, না” বলে হাবি রাজি হলো শর্তে !

“সুরা পান করো যদি থাকে যেন মাত্রা -
দেখতে যে চাই না তোমার ঐ “যাত্রা” !

আঁতলামি করা ভালো মাতলামি ছেড়ে -
নইলে যে দিন দিন যাবে সেটা বেড়ে !

“আকুলতা সংগে, ব্যাকুলতা অংগে, নাকে দি খৎ-
তুমি আজ সারথী, সন্ধ্যায় আরতি, টানো মোর রথ”!!



হিল্লোল রায় হিল্লোল রায় Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.